Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

 

কালীগঞ্জ উপজেলা ঝিনাইদহ জেলা তথা বাংলাদেশের  একটি অন্যতম উপজেলা। শিক্ষা, ব্যবসা বানিজ্য,কৃষি,শিল্প, যোগাযোগ ব্যবস্থা,সাংস্কৃতিক কর্মকান্ডসহ সব দিক থেকেই দেশের একটি অন্যতম উপজেলা। এখানে রয়েছে দেশের অন্যতম সেরা চিনিকল মোবারকগঞ্জ সুগার মিলস। রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ এবং গাজীকালু চম্পাবতীর মাজারসহ বেশকিছু প্রাচীন নিদর্শন। কৃষিকাজে এ উপজেলা অনেক এগিয়ে ধান,পাট, আখ,গম সহ সবধরনের ফসলাদি এ উপজেলার মাটিতে জন্মে। এছাড়া প্রচুর পরিমানে শবজী চাষ হয় এখানে। দেশের বিভিন্ন স্থানে এ উপজেলা থেকে সবজী রপ্তানী করা হয়। মাছ চাষেও অনেক এগিয়ে কালীগঞ্জ উপজেলা। কালীগঞ্জ উপেজলার উপর দিয়ে বয়ে গেছে চিত্রা নদী। সময়ের পরিবর্তনে এক সময়ের খোরস্রতা নদী চিত্রা হারিয়ে ফেলেছে তার যৌবন। শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে এ উপজেলা। এখানে রয়েছে প্রায় ১৫ টি মহাবিদ্যালয়, ৬০ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩০ টি মাদরাসা এবং ১৫০ প্রাথমিক বিদ্যালয়। তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে কালীগঞ্জ উপজেলা। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে কালীগঞ্জ উপজেলা অগ্রনী ভূমিকা পালন করবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে  একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত,দূর্নীতিমুক্ত উন্নয়নমুখী আলোকিত কালীগঞ্জ গড়াই উপজেলা প্রশাসনের অঙ্গীকার।

 

 

 

 উপজেলা নির্বাহী অফিসার

কালীগঞ্জ, ঝিনাইদহ

ফোন : ০৪৫২৩-৫৬২৬০(অফিস)