Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

ঝিনাইদহ জেলার একটি অন্যতম উপজেলা কালীগঞ্জ। এর আয়তন ৩০১.১৬ বর্গকিলোমিটার। উপজেলাটি ২৩.৪১ ডিগ্রী উত্তর অক্ষাংশ থেকে ৮৯.১৩ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে অবিস্থত। জেলা শহর থেকে দুরত্ব ১৭ কিলোমিটার। ১১ টি ইউনিয়ন, ০১ টি পৌরসভা নিয়ে এ উপজেলা গঠিত। লোকসংখ্যা প্রায় ২,৮২,৩৬৬ জন এর মধ্যে পুরুষ-১,৪১,২৮৭ জন এবং মহিলা-১,৪১,০৭৯ জন। গ্রামের সংখ্যা-১৯৮ টি। উপজেলার প্রতিষ্ঠা ৭ নভেম্বর ১৮৮৩। পূর্বে মাগুরা জেলার শালিখা উপজেলা, উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা, পশ্চিমে কোটচাঁদপুর উপজেলা এবং দক্ষিনে যশোর জেলা। চিত্রা, বেগবতী ও বুড়িভৈরব ০৩ টি নদী বয়ে গেছে এ উপজেলার উপর দিয়ে। চিত্রা নদীর পাড়ে কালীগঞ্জ বাজার সংলগ্ন আছে একটি কালী মন্দির যেখানে অনেক দূর-দুরান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আসত পূজা দিতে এবং ঐ স্থানটিই ছিল একসময় ব্যবসার প্রানকেন্দ্র সেই থেকে এই স্থানের নাম হয়েছে কালীগঞ্জ। বর্তমানে কালীগঞ্জ উপজেলা গোটা দক্ষিন অঞ্চল তথা সারাদেশের মধ্যে একটা সমৃদ্ধশালী উপজেলা। ব্যবসা বা্নিজ্য,যোগাযোগ ব্যবস্থা ও কৃষির উন্নতির জন্যই উপজেলার মানুষের জীবন মান অনেক উন্নত। মহান মুক্তিযুদ্ধের সময় এ উপজেলার মানুষের অবদান ছিল গুরত্বপূর্ণ। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে অনেক এগিয়ে এ উপজেলা।