উপজেলার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা(২০০৮ থেকে ২০১৬):
বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমের তলনামূলক বিবরনীর লেখচিত্র | ||
---|---|---|
উল্লেখযোগ্য অর্জনঃ
উন্নয়ন মেলার কর্মসূচীঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সসদ্য ঝিনাইদহ-৪ মোঃ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মেলা ২০১৭ এর শুভ উদ্বোধন করবেন আগামী ০৯ জানুয়ারি ২০১৭ সকাল ১০.০০ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনাব শাহজাহান সিদ্দিক চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তাছাড়া জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন উক্ত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান।
উদ্বোধনী দিনে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ সকল সরকারি দপ্তর এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
গ) মেলায় অংশগ্রহণকারী স্ব স্ব বিভাগ তাদের উন্নয়ন কার্যক্রম এমনভাবে তুলে ধরবে যাতে জনগণ সরকারের উন্নয়ন সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারে। এক্ষেত্রে মেলার স্টল সমূহে ভিডিও চিত্রের মাধ্যমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ ও সাফল্যগাঁথা তুলে ধরা।
ঘ) মেলা চলাকালীন সময়ে স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ সংক্রান্ত রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন।
ঙ) স্থানীয় কেবল নেটওয়ার্ক ও প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে উন্নয়ন মেলার ব্যাপক প্রচার।
চ) তথ্য অধিদপ্তর, কালীগঞ্জ কর্তৃক উন্মুক্ত স্থানে এতদসংক্রান্ত তিন দিনব্যাপী ভিডিও চিত্র/ প্রামাণ্যচিত্র প্রদর্শন।
ছ) মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক, উন্নয়ন এবং সংগীত, সমন্বয় সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এ বিষয়ে জেলা কালচারাল অফিসার, শিল্পকলা একাডেমী, সিলেট/উপজেলা সংগঠক, বাংলাদেশ শিশু একাডেমী, ঝিনাইদহ জেলাধীন কালীগঞ্জ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন বিষয়ে বিশেষ গান রচনাপূর্বক পরিবেশন।
জ) প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা হতে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
তাছাড়া মেলায় স্থানীয় ঐতিহ্যের ধারক মনিপুরি তাঁত শিল্প প্রদর্শনী, পিঠা, বাঁশ-বেতের তৈরি সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস